হোমনা থেকে,আবদুল হক সরকার :
কুমিল্লার হোমনায় নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন তাপ্তি চাকমা। তিনি পার্বত্য খাগড়াছড়ি জেলার বাসিন্দা। জানাগেছে তিনি খাগড়াছড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও খাগড়াছড়ি সরকারী কলেজ থেকে এইচ এস সি ও চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে ( নৃ বিজ্ঞান বিভাগে) এম এস এস করে ৩১ তম বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরে ঢাকা বিভাগীয় কার্যালয়ে বদলী হন। পরবর্তীতে তিনি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন।
জনাব তাপ্তি চাকমা এই প্রথম ইউএনও হিসেবে হোমনায় যোগদান করেন। আজ ২৫ জুলাই বৃহস্পতিবার হোমনা উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন। সকাল ১০ টায় র্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে আগাছা পরিস্কারের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মশক নিধন ও প্রতিকার বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখেন।।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন