হামাসকে সমর্থন করায় ইসরায়েলের শিক্ষক গ্রেপ্তার

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ হামাসের হামলাকে ন্যায়সঙ্গত বলে দাবি করায় ইসরায়েলে একজন ইতিহাসের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অপপ্রচার ছড়ানোর অভিযোগে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়।

সোমবার এনডিটিভি জানিয়েছে, ইসরায়েলের পেতাহ টিকভা অঞ্চলের একটি স্কুলের ইতিহাস ও নাগরিক বিজ্ঞানের একজন শিক্ষককে ইসরায়েলে হামাসের দ্বারা পরিচালিত হামলাকে ন্যায্য বলে প্রচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষক গত মাসে যুদ্ধ শুরু হওয়ার পর অন্যান্য শিক্ষকদের সাথে একটি মেসেজিং গ্রুপে বেশ কয়েকটি বার্তায় দাবি করেন, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য হামাসের শক্তি অনুযায়ী সবকিছু করার স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ধর্ষণ করেনি? তারা ১৯৪৮ সাল থেকে সেখানে আছে এবং এটা পাঠ্যপুস্তকে নেই।

তিনি একটি পৃথক বার্তায় লিখেছেন, একটি দখলকৃত জাতিকে সংগ্রামে সফল হওয়ার জন্য যা যা প্রয়োজন তা করার অনুমতি দেওয়া উচিৎ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক এর আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইসরায়েলি সেনাদের ‘শিশু হত্যাকারী’ বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, তিনি একজন ইতিহাসের শিক্ষক যিনি বানোয়াটভাবে ইতিহাস বিকৃত করেন, আইডিএফ পাইলটদের খুনি বলেন, শত্রুর কর্মকাণ্ডকে ন্যায্যতা দেন এবং যুদ্ধের সময় শত্রুদের সাহায্য করেন। আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি।

ইসরায়েলি পুলিশ এখন পর্যন্ত এই অপরাধের ৪৮টি অভিযোগ রেকর্ড করেছে এবং তার যুদ্ধ সম্পর্কিত বিবৃতি নিয়ে ৩৮১টি বার্তা তদন্ত করছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়