হামলার ভয়ে মাদ্রাসায় যেতে পারছেন না সুপার

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ জেলার মিঠাপুকুরে হামলার ভয়ে ২০ দিন ধরে মাদ্রাসায় যেতে পারছেন না একজন ভারপ্রাপ্ত সুপার। মারধরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়ায় আসামিরা আবারও হামলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুপার আলমগীর হোসেন।

হামলার শিকার ভারপ্রাপ্ত সুপার আলমগীর হোসেন জানান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য নুর আলম তাঁর কাছে নির্বাচনী খরচ বাবদ ৫০ হাজার টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার কেশবপুর বাজারে নুর আলমসহ পাঁচ যুবক সুপার আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করেন।

পরে স্থানীয় লোকজন সুপারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত দিন ভর্তি ছিলেন। সুস্থ হয়ে নুর আলমসহ পাঁচজন যুবকের নামে মিঠাপুকুর থানা-পুলিশের কাছে অভিযোগপত্র দেন সুপার আলমগীর হোসেন। থানায় অভিযোগ দেওয়ায় নুর আলম ও তাঁর সহযোগীরা আবারও হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেন আলমগীর হোসেন। ভয়ে তিনি মাদ্রাসায় যেতে পারছেন না। তিনি জানান, মাদ্রাসায় গেলে জীবনের ঝুঁকি রয়েছে।

এ প্রসঙ্গে মিঠাপুকুর থানার দায়িত্বে থাকা এএসপি (ডি সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ‘চাঁদা দাবি সঠিক নয়। বাদী ও বিবাদী সম্পর্কে আত্মীয়। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়