আফতাবুজ্জামান তাজ, হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী কেককাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধায় প্রেসক্লাবে ভবনে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুর সঞ্চালনায় ও সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হিলি আজিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ শামসুল হুদা খান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি ডাঃ আলতাফ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মুরাদ ইমাম কবির প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.