নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর হলিক্রস কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (৩০ আগস্ট) এই ফলাফল প্রকাশিত হয়।
ভর্তি পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইটে (http://www.hcc.edu.bd/) পাওয়া যাবে।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পারমিট স্লিপ দেখিয়ে ফরম সংগ্রহ করতে পারবে। অভিভাবকেরাও পারমিট স্লিপ দেখিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থী ও অভিভাবকদের আগামী ২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ১টার মধ্যে শিক্ষার্থীকে নিজে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি, মূল প্রবেশপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, ভর্তি নিশ্চিত করার জন্য অবশ্যই মূল প্রবেশপত্র জমা দিতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়