হরতালেও চলছে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা।

ঢাকাঃ বিএনপির ডাকা হরতাল চলছে। তবে এর মধ্যেই চলছে শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা। আজ রবিবার (২৯ অক্টোবর) ১৭তম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের ব্যবসায় শিক্ষা বিষয়ের ভাইভা অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই শিফটে শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ ৪০৮ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। তবে হরতালের কারণে কোন পরীক্ষার্থী ভাইভায় অংশ নিতে না পারলে সে বিষয়টি বিবেচনা করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সংস্থাটির সচিব মো. ওবায়দুর রহমান বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার শিক্ষক নিবন্ধনের ভাইভা চলবে। তবে হরতালের কারণে যদি কোনো প্রার্থী অংশ নিতে না পারেন তিনি আনুষ্ঠানিকভাবে বিষয়টি এনটিআরসিএকে জানালে তার মৌখিক পরীক্ষার বিষয়টি বিবেচনা করা হবে।

ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রথম ব্যাচের ও দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দ্বিতীয় ব্যাচের ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোট আটটি বোর্ড দুই ব্যাচে স্কুল পর্যায়ের ব্যবসায় শিক্ষা বিষয়ে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ভাইভা পরীক্ষায় অংশ নেবেন প্রার্থীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়