তাপস সাহা :
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (এনটিআরসিএ) গত ২৪/১/২০১৯ তারিখ সারাদেশে প্রায় ৪০ হাজার শিক্ষক নিয়োগ দেয়। এর মধ্যে একতৃতীয়াংশ পরে যায় নানা সমস্যায়। তার মধ্যে মহিলা কোটার সমস্যা অন্যতম। তারা সুপারিশ পেয়েও এমপিও হচ্ছে না মহিলা কোটা পূরন না হওয়ার জন্য।
অথচ তাদের কি দোষ, এর জন্য কারা দায়ী? প্রায় ছয় মাস বিনা বেতনে শ্রম দিচ্ছে তারা কিন্তু এভাবে আর কতদিন, তারা আজ পর্যন্ত জানে না তাদের সমস্যার সমাধান কবে হবে। অবশ্য এর মধ্যে মাউশি ও মাদ্রাসা অধিদপ্তরের মাধ্যমে তাদের তথ্য ও নিয়েছে এনটিআরসিএ, কিন্তু এরপর আবার সবই যেন ঠান্ডা হয়ে গেলো।
এ অবস্থায় এক জেলা থেকে অন্য জেলায় শিক্ষকরা বিনা বেতনে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে দিনযাপন করছে? তাই কতৃপক্ষের কাছে ভুক্তভোগীদের মানবিক আবেদন কতৃপক্ষ যেন বিষয়টা আমলে নিয়ে খুব দ্রুত সমাধান করার চেষ্টা করে এবং তাদেরকে এই অমানবিক কষ্ট থেকে মুক্তি দেয়।
তাপস সাহা
সহকারী শিক্ষক
মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা।