নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠিঃ বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ২ জন এসএসসি পরীক্ষার্থীর।
ঘটনা সূত্রে জানা যায় বরিশাল পটুয়াখালী মহাসড়কে একটি লোকাল বাস (আল-আমিন পরিবহন) নলছিটি উপজেলার শিমুলতলা নামক বাজারে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯.৩০-এ একটি আটো রিশকা কে চাপা দেয়। অটো রিশকায় জেড.এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের তমাল (১৬) ও আকাশ (১৭) এসএসসি পরীক্ষার্থী ছিল। তারা ঘটনাস্থলেই মারা যায়। তাদের পিতার নাম মিলন ভট্টাচার্য।
এ নিয়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ স্থানীয়রা রাস্তা অবরোধ করে। এ সময় পরিস্থিতি শিথিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহি স্পিড ব্রেকার (গতি রোধক) করে দেওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থী ও স্হানীয়দের দাবী শিমুলতলা বাজার একটি গণ মানুষের স্থান। এখানে দু’টি বিদ্যালয় এবং একটি মসজিদ রয়েছে। এই বাজারে স্পিড ব্রেকার (গতি রোধক) থাকার প্রয়োজন। তাই শিক্ষার্থীসহ স্থানীয়দের দাবী, সড়ক দূর্ঘনায় স্পিড ব্রেকার (গতি রোধক) দেওয়া সহ ঘাতক আলামিন পরিবহনের চালককে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়