মোঃ আতিকুর রহমান ( বগুড়া প্রতিনিধি) :
শাজাহনপুর উপজেলা সভাকক্ষে ২৪ আগষ্ট ২০২৩ খ্রি: রোজ বৃহস্পতিবার বিকাল ৩;০০ ঘটিকায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক ও শিক্ষার্থীদের পুরুস্কার বিতরন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহবুবুল আলমের সঞ্চালনায় শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদা খানম বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষক ও শিক্ষার্থীরা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। শিক্ষকদের প্রচেষ্টার ফলে একটি শিক্ষার্থী স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবে।
তিনি আরো বলেন, আধুনিক পদ্ধতিতে পাঠদানের জন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেওয়া হয়েছে, অনেক প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে । একজন শিক্ষক আধুনিক তথ্য প্রযুক্তিমূলক শিক্ষার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিয়ে একযোগে কাজ করতে পারে।
শিক্ষার্থীদের সাথে সঠিক আচরণ ও পাঠদানের মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন পূর্ণ হবে।মেধা ও মননশীলতার বিকাশ ঘটিয়ে ৪র্থ শিল্প বিল্পবের প্রতিযোগিতায় এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নিজেদের মেধা বিকাশের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত হবে। যা ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে রূপকল্প তা বাস্তব রূপ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জ্ঞান ও প্রশিক্ষণ অর্জনের মাধ্যমেই বর্তমান পৃথিবীতে সম্পদ অর্জন করা যায় ।
দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সব কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে।
অনুষ্টানে আরো বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হাসান,একাডেমিক সুপারভাইজার আমিরুল ইসলাম, বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ,ফুলকোট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাইফুল ইসলাম,শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (কারিগরি) মোঃ আতিকুর রহমান।