স্মার্ট জেলা গঠনে মেহেরপুরে মাধ্যমিক স্কুলে কর্মশালা

রফিকুল আলম বকুল, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ জেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট মেহেরপুর বিনির্মানে দিনব্যাপি স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা (ইয়োগা কর্মশালা) জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন কর্তৃক কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালনায় মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠের মুক্ত মঞ্চের সামনে এই স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালার আয়োজন করেন।

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।

দিনব্যাপি ইয়োগা প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সিনিয়র ইয়োগা ইন্সট্রাক্টর সঞ্জয় কুমার রায়। এসময় তাকে সহযোগীতা করেন, অর্গানিয়ার ইয়োগা ইন্সট্রাক্টর সুজিৎ বৈদ্য, অ্যাডভোকেট গোলাম দস্তগীর সরকার, সৌরভ ঢালী (গৌতম) ও ইয়োগার প্রধান একাডেমিক অফিসার মো: ফারুক হোসেন।

এসময় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আনিছুর রহমানসহ সহকারি শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৩/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়