বরিশালঃ জেলার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক মো. ইউসুফ আলী হাওলাদার উজিরপুর থানায় একটি জিডি করেছেন। গত সোমবার এ ঘটনা ঘটে।
জিডি সূত্রে জানা গেছে, সোমবার বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের গেটসংলগ্ন সড়কে রামেরকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী হাওলাদারকে প্রকাশ্যে লাঞ্ছিত করেন উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল তালুকদার (৪০)।
এ বিষয়ে অভিযুক্ত রবিউল তালুকদার বলেন, ‘ওই শিক্ষককে আমি চাকরি দিয়েছি। আমি আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছি। আমি শিক্ষককে কিছু বলতেই পারি তাতে সমস্যা কোথায়?’
উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়