যশোরঃ যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে কর্মরত থাকা অবস্থায় আমল কুমার বিশ্বাস ও তার স্ত্রী গৃহিনী বিথীকা শিকদার অবৈধভাবে এক কোটি ৪৪ লাখ টাকা উপার্জন প্রমাণিত হওয়ায় আদালত চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের দায়ের করা দুর্নীতির মামলার তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন রবিবার (২৭ আগস্ট) বিকেলে যশোরের সিনিয়র স্পেশাল জজ আদালতে ওই চার্জশিট দাখিল করেন। আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
অভিযুক্ত অমল কুমার বিশ্বাস বর্তমানে যশোর সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন এবং তার স্ত্রী বিথীকা শিকদার গৃহিনী। বিথীকা শিকদার মাগুরা জেলার শালিখা আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের আপন বোন।
দুদক সূত্রে জানা গেছে, আসামিরা জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার ২৮৫ টাকা উপার্জন করেছেন। অবৈধভাবে সম্পদ অর্জন করে দখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১), মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারাসহ দণ্ডবিধি ১০৯ ধারায় এই চার্জশিট দাখিল করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন বলেন, তদন্তে অমল কুমার বিশ্বাস যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক পদে দায়িত্বে থাকার সময়ে অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে স্ত্রীর নামে দিয়েছেন মর্মে প্রমাণ মিলেছে। নিজের নামেও রেখেছেন। দুইজনের অবৈধ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা। দুদকের এই মামলায় তারা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়