স্কুল ঘর ভেঙে নিলেন শিক্ষিকা ও সাবেক সভাপতি স্বামী

নিজস্ব প্রতিবেদক, জামালপুরঃ জেলার ইসলামপুর উপজেলার উত্তরগঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ হাত একটি টিন শেড ঘর ভেঙে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক সভাপতির বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলামের সহযোগিতায় পুরাতন টিনশেড ঘরটি ভাঙা হয়েছে। এঘটনায় স্থানীয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রেজিনা পারভীনের স্বামী ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ইউসুফ আলী সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিলাম ছাড়াই পুরাতন টিনশেড ঘর ভেঙে তাদের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থাপনার ভাঙা কিছু অংশ বিদ্যালয়ে রাখেন।

গতকাল ওই বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে জানা গেছে, বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পুরাতন টিনশেড ঘর ছিল। যা ৯৭ শতাংশ ভেঙে ফেলা হয়েছে। দাঁড়িয়ে রয়েছে মাত্র কয়েকটি সিমেন্টের খুঁটি। টিনশেড ঘরের স্থাপনাগুলো অর্ধেক সভাপতির বাড়ি আর বাকি অংশ বিদ্যালয়ের পশ্চিম দিকে নতুন ভবনের পাশে রাখা হয়েছে।

সদর ইউনিয়নের উত্তরগঙ্গাপাড়া গ্রামের ফজলুল হক জানান, নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে সরকারি কোন স্থাপনা ভাঙতে হবে। নিলাম ছাড়াই কোন ক্ষমতার বলে ওই বিদ্যালয়ের পুরাতন টিনশেড ঘর ভেঙে নিয়ে যায় ইউসুফ আলী এটা আমার মাথাই ধরে না।

উত্তরগঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী অফিসে আবেদন দিয়েছি পুরাতন ঘরটি ভাঙার জন্য। কিন্তু ওনি (সাবেক সভাপতি ইউসুফ আলী) কি কারণে ঘরটি ভাঙলেন আমি জানি না।

অভিযুক্ত সাবেক সভাপতি ইউসুফ আলী ঘরটি ভাঙার বিষয়ে স্বীকার করে বলেন, যেহুতু বিদ্যালয়ের জায়গা পরিবর্তন করে নতুন ভবন তোলা হয়েছে তাই পুরাতন ঘরটি ভেঙে স্থাপনাগুলো নতুন জায়গায় রেখে দিয়েছি পুনরায় ঘর নির্মাণের জন্য।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) মোহাম্মদ আব্দুল গফুর খান জানান, আমি সরেজমিনে গিয়ে জানতে পারি বিদ্যালয়ের পুরাতন একটি টিনশেড ঘর ভেঙে বিদ্যালয়ের একাংশে রাখা হয়েছে। উনি (সাবেক সভাপতি) কি কারণে ঘর ভেঙেছেন এটা আমার জানা নেই। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়