শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ অন্যান্য বছরের তুলনায় একমাস এগিয়ে আনা হয়েছে আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি কার্যক্রমে। এতে বিপাকে পড়েছেন অসংখ্য অভিভাবক। কারণ আগামী ডিসেম্বরের মধ্যে যেসব শিশুর বয়স ছয় বছরের বেশি হচ্ছে তাদের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করা যাচ্ছে না।
ভর্তি নীতিমালায় বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষ বিবেচিত হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ হিসেবেও ৩১ ডিসেম্বরে যাদের বয়স ছয় বছর পূর্ণ হচ্ছে তাদের ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি নেয়া যাবে।
অভিভাবকদের অভিযোগ, যেসব শিক্ষার্থীর বয়স ডিসেম্বর মাসে ছয় বছর পূর্ণ হচ্ছে তারা সফটওয়্যারে আবেদন করতে পারছেন না। অথচ ২০২৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি তাদের বয়স ছয় বছরের বেশি হবে। সে হিসেবে তারা স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবেন।
গত ২৪ অক্টোবর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হয়েছে। ভর্তির আবেদন শুধু অনলাইনে করা যায়। আবেদন ১৪ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত চলবে। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেয়া যাবে।
তাসনিম খলিল একজন অভিভাবক, তিনি দৈনিক জনকণ্ঠ অনলাইনকে জানান, একজন ব্যাংকার অভিভাবক দৈনিক আমার ছেলের বয়স আগামী ৩০ ডিসেম্বর ছয় বছর পূর্ণ হচ্ছে। ১ জানুয়ারিতে ছয় বছরের বেশি বয়স হবে। কিন্তু আমি টেলিটকের ওয়েবসাইট (কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইট) একাধিকবার আবেদনের চেষ্টা করেছি…আবেদন নিচ্ছে না। এই জটিলতা নিরসনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন গণমাধ্যমকে জানান, এ অভিযোগটি অধিদপ্তরের নজরে এসেছে। যেসব শিক্ষার্থীর বয়স চলতি বছরের ৩১ ডিসেম্বর ছয় বছর পূর্ণ হবে তারাই প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবেন। বিষয়টি নিয়ে ভর্তির বিষয়ে অধিদপ্তরকে কারিগরি সহায়তা দেয়া প্রতিষ্ঠান টেলিটকের সঙ্গে আলোচনা হয়েছে। টেলিটক শিক্ষা অধিদপ্তরকে জানিয়েছে, যাদের বয়স চলতি বছরের ৩১ ডিসেম্বর ছয় বছর পূর্ণ হবে তাদের আবেদন অনলাইনে নেয়া হবে।
রাজধানীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন মিলন বলেন, আমি যতটুকু জানি, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শিশুর বয়স ছয় বছর পূর্ণ হলেই তাকে প্রথম শ্রেণিতে ভর্তি নিতে হবে। আমরা যেভাবেই ভর্তি নেবো। এবার যেহেতু ভর্তি কার্যক্রম একমাস এগিয়ে নেয়া হয়েছে, সেজন্য বয়সের বিষয়টিও পরিষ্কার করে সফটওয়্যারও তৈরি করা উচিত ছিল। এই সফটওয়্যারের ভুলের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হবে কেনো?
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়