স্কুলে না এসেই বেতন নেন দুই শিক্ষক!

দক্ষিণ উত্তর আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভোলারঃ জেলা চরফ্যাশন উপজেলার আসলামপুর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের রিরুদ্ধে বিদ্যালয়ে না এসে হাজিরা খাতায় সই ও বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে।

সরেজমিন গিয়ে দেখা যায, আসলামপুর ইউনিয়নের দক্ষিণ উত্তর আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী জিন্নাত আরার বিরুদ্ধে বছরের পর বছর স্কুলে না এসে বেতন ভাতা ও স্ব-নামে বেনামে উপবৃত্তির টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন ও সহকারী শিক্ষক জিন্নাত আরাকে উপস্থিত পাওয়া যায়নি। বিদ্যালয়ের সহকারী শিক্ষককে তাৎক্ষণিক অনুপস্থিত ২জনের বিষয় নিয়ে প্রশ্ন করলে তারা বলেন, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেনা তিনি সপ্তাহে ২ দিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে দ্রুত চলে যায়। তারা সব সময়ই বাসায় থাকতে পছন্দ করেন। সহকারী শিক্ষক জিন্নাত আরা অসুস্থ দেখিয়ে ছুটিতে থাকেন। চলতি ২৩সালে আগষ্ট, সেপ্টেম্বর, আজ অক্টোবরের ১০ তারখেও সহকারী শিক্ষক জিন্নাত আরা স্কুলে আসেনাই কি বলব আমরা দুই সহকারী শিক্ষকই এই স্কুলটি চালিয়ে যাচ্ছি ।

সহকারী শিক্ষক হাজী কামাল উদ্দিন চাকুরী ছেড়ে দিবেন বলে ঘোষণা দিয়েছেন। স্কুলের এই ২ শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রায় মাসের পর মাস পর্যন্ত স্কুলে নিয়মিত পাঠদান করেননা। মাঝে মাঝে এসে শিক্ষক হাজিরা খাতায় সই স্বাক্ষর দিয়ে প্রতিমাসে বেতন ভাতা উত্তোলন করেন। স্থানীয় কয়েকজনে বলেন, এই ২ শিক্ষকের ফলে অনেক ছাত্র ছাত্রী অনুপুস্থিত থাকে। এতে স্কুলে পাঠদান কার্যক্রম ব্যহত হচ্ছে।

শিক্ষক হাজিরা খাতায় দেখা যায়, সহকারী শিক্ষক জিন্নাত আরা আগষ্ট পর্যন্ত/২৩ হতে ১০ অক্টোবর পর্যন্ত মাতৃত্ব কালিন ছুটি রয়েছে। এলাকা বাসি বলেন, যোগদানের মধ্যে এই ২ শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি উপজেলা শিক্ষা অফিস । ফলে তারা পূর্বের ন্যয় স্কুলে অনুপস্থিত থাকেন বলে জানা যায়।

এই ব্যপারে সহকারী শিক্ষক জিন্নাত আরা বলেন, আমি অসুস্থ থাকার কারণে স্কুলে যেতে পারিনি তবে আমি ছুটে নিয়েই বাসায় চিকিৎসা নিচ্ছি।

সহকারী প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেনকে মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায় নি ।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল ইসলাম বলেন, আমার জানা নেই ক্লাস্টার এটিওর মাধ্যমে বিষয়টি আমরা খতিয়ে দেখবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়