ফরিদপুরঃ জেলার সালথায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর (বাউন্ডারি ওয়াল) নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালি বলেন, অনিয়মের বিষয়টি জানার পর কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য জেলা অফিসে একটি প্রতিবেদন পাঠানো হবে।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৭৪ মিটার সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এতে বরাদ্দ ধরা হয়েছে ৮ লাখ টাকা। টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েছেন আফরিন এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। রডের রিং ছাড়াই রাতের আধারে বেজ, শর্ট কলম, গ্রেটবিম ও পিলার ঢালাই দেওয়া হয়েছে। কাজে ব্যবহার করা হয়েছে নিম্নমানের রড, খোয়া ও বালি।
এদিকে, অনিয়মের খবর পেয়ে গত শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সামচুদ্দিন তালুকদার। তিনি ঘটনাস্থল এসে নির্মাণ করা গ্রেটবিম ও পিলার ভেঙে রড বের করে অনিয়মের সত্যতা পান।
সালথা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান এমিলি অভিযোগ করে বলেন, বেজ, গ্রেটবিম ও পিলার ঢালাইয়ে রড কম দেওয়া হয়েছে। রডের রিং ছাড়াই চারটি চিকন রড দিয়ে বেজ, গ্রেটবিম ও পিলার রাতের আঁধারে ঢালাই দিয়েছে। আমি মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছাড়ি এবং ইউএনও স্যারকে বিষয়টি অবগত করি।
সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. খায়রুল বাসার বলেন, আমরা যখন উপস্থিত থাকি, তখন তাদের কাজের গতি থাকে কম। আর আমরা সরে গেলেই কাজের গতি বেড়ে যায়। তারা রাতের আধারে রড কম ও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কাজের ঠিকাদার আফরিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মিঠু বলেন, কাজটি আমি পেলেও রাজবাড়ির এক ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছি। তবে কাজে অনিয়মের বিষয়টি জানতে পেরেছি।
ফরিদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সামছুদ্দিন তালুকদার বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে কাজ পরিদর্শন করা হয়েছে। ঠিকাদার রাতের অন্ধকারে কাজ করেছে। কাজের বিষয় আমাকেও অবগত করে নাই। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়