স্কুলের সম্পত্তি দখলের প্রতিবাদকারীদের চলাচলের রাস্তা বন্ধ করলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, নারায়নগঞ্জঃ বন্দরের ৬০নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ভবনের বাকি অংশ সম্পত্তি দখল করেছে নাসিরউদ্দিন নামে এক স্কুলশিক্ষক ও তার পরিবার। স্কুলের সম্পত্তি দখলের বিষয়ে প্রতিবাদকারী গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন নাসিরউদ্দিন। চলাচলের এক মাত্র রাবাসিন্দারা।

সরজমিন গিয়ে দেখা গেছে, ভবনের বাকি অংশ স্কুলের সম্পত্তি দখলের পর দোকানপাট নির্মাণ করে ভাড়া তুলছেন একই গ্রামের বাসিন্দা, মালিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিরউদ্দিন ও তার লোকজন। স্কুলের সম্পত্তি দখলে নেয়ায় গ্রামবাসীর রোষানলে পড়েন নাসিরউদ্দিন। এতে গ্রামবাসীর ওপর ক্ষিপ্ত হয়ে ভবনের উত্তর পাশ দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন তিনি। স্কুলের সম্পত্তি দখলের বিরুদ্ধে কেউ কথা বললেই নাজেহাল হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্কুল কমিটির সাবেক সভাপতি আবদুল মান্নান মাস্টার জানান, স্কুলের নামে দুই দলিলে ৬৬ শতাংশ জমি লিখে দেয় জামালউদ্দিন মাস্টার। তার ছেলে নাসিরউদ্দিন স্কুলের বাকি অংশ সম্পত্তি এখনো দখলে রেখেছে। স্কুলের সম্পত্তি দখলমুক্ত করতে গ্রামবাসী প্রতিবাদ করে আসছে। এতে ক্ষুব্ধ নাসির। গ্রামবাসীকে শায়েস্তা করতে চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করে রেখেছে।

রাস্তা বন্ধ রাখায় দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। রাস্তাটি স্কুলের সম্পত্তির উপর দিয়ে বয়ে গেছে বালিগাঁও গ্রামে। পার্শ্ববর্তী পিচকামতাল গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া জানান, স্কুলের সম্পত্তি দখল নিয়ে বালিগাঁও গ্রামের দুই পক্ষের অবস্থান বহু বছর ধরে। আরও কয়েকবার রাস্তা বন্ধ করে দিয়েছে নাসির। পরবর্তীতে বিচার সালিশ বৈঠক বসে রাস্তা সরানো হয়েছে। দখল নিয়ে কথা বলায় বালিগাঁও গ্রামের চলাচলের রাস্তা ফের বন্ধ করে দিয়েছেন নাসির।

অভিযুক্ত দখলদার নাসিরউদ্দিন জানান, আমাদের পৈতৃক সম্পত্তি ভোগদখল করছি। এ সম্পত্তি নিয়ে সরকারের সঙ্গে আদালতে মোকদ্দমা চলমান। মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমাদের দখলেই থাকবে। কারও রাস্তা বন্ধ করা হয়নি। আমাদের পৈতৃক সম্পত্তিতে বেড়া দেয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়