শিক্ষাবার্তা ডেস্কঃ নড়াইলে সাত কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। শুক্রবার (২০) জানুয়ারি নড়াইল পৌরসভার হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকরা হলেন কুমিল্লার দক্ষিণ রাজেসপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মো. শাহজালাল (২৪) ও যশোরের কোতোয়ালি থানার সিটি কলেজপাড়া এলাকার রাজ শিকদারের ছেলে রাব্বি শিকদার (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেনের নেতৃত্বে নড়াইল পৌরসভার হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি কালো রঙের স্কুলব্যাগ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক শাহজালাল জানান, তিনি ওই গাঁজা বিক্রি করতে নড়াইলে রাব্বির কাছে আসেন।
নড়াইল ডিবির ওসি সাজেদুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২১/২৩