স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ১

ফের বরিশালে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বখাটে এক যুবককে আটক করেছে পুলিশ। আল আমিন হাওলাদার (৩৫) নামের ওই যুবক দীর্ঘদিন থেকে স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করে আসছে।

জানা গেছে, এ ঘটনায় স্কুলছাত্রীর মা রবিবার দুপুরে মহানগরের বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি পুলিশ জানতে পেরে চিহ্নিত আল আমিনকে আটক করেছে পুলিশ। আটক আল আমিন হাওলাদার খোন্তাখালী গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ওসি মোস্তাফা কামাল জানান, ভিকটিমের দেওয়া তথ্য অনুযায়ী আসামি তাকে টানাহেঁচড়া করেছে। তাই অভিযুক্ত আল আমিনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।