নিজস্ব প্রতিবেদক, নীলফামারীঃ জেলার কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামুনার রশিদ মামুন নামে এক শিক্ষককে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার রাতে নিজ বাড়ির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ওই শিক্ষক পুটিমারী ইউনিয়নের দক্ষিণ কালিকাপুর দোলাপাড়া গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও কালিকাপুর স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা বিষয়ের শিক্ষক।
থানা সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় ভিকটিম কৃতকার্য হয়। কলেজে ভর্তির জন্য স্কুল থেকে প্রশংসাপত্র নিয়ে ১৫ জানুয়ারি বিকালে বাড়ি ফিরছিল। এ সময় কেশবা গুচ্ছগ্রাম এলাকার ক্যানেলের ধারে সে ধর্ষণের শিকার হয়। পরে ওই স্কুলছাত্রী বাদী হয়ে গ্রেফতার আসামি মামুনসহ দুইজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণের মামলা করে।
কিশোরগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) এসএম শরীফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়