শিক্ষাবার্তা ডেস্কঃ বরগুনার বেতাগীতে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ২ নম্বর সদর ইউনিয়নের দক্ষিণ ভোলানাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা।
এ ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তিন দিন অতিবাহিত হলেও কোনো আসামিকে আটক করতে পারেনি বেতাগী থানার পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলে টিফিন বিরতি দেওয়ায় বাড়িতে এসে খাবার খেয়ে আবারও স্কুলের পথে রওনা দেয়। যাওয়ার সময় বজলু মল্লিকের বাড়ির সামনে পৌঁছলে কিসমত ভোলানাথপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন খানের ছেলে সাব্বির খান (২০) ও হেলাল উদ্দিন খানের ছেলে আল-আমীন খান জোর করে ধরে পাশে থাকা নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা চালায়। প্রথমে সাব্বির খান শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন বাড়িতে নিয়ে যায় এবং পাশে দাঁড়িয়ে পাহারায় থাকে সহযোগী আল আমিন খান। সেখানে ধর্ষণচেষ্টা চালানো হয়। এক পর্যায় ওই ছাত্রী সাব্বিরের হাত থেকে ছুটে দৌড়ে স্কুলে চলে যায়। ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ের শিক্ষকদের কাছে কিছু না বললেও বাড়িতে গিয়ে তার মায়ের কাছে ঘটনার কথা জানায়। ওই দিন বিকেলেই ওই ছাত্রীর মা বাদী হয়ে সাব্বির ও আল আমিনকে আসামি করে বেতাগী থানায় মামলা করেন।
ভুক্তভোগীর মা বলেন, ঘটনার পর থেকে মেয়ে ভয়ে স্কুলে যেতে চায় না। আমি উপযুক্ত বিচার চাই।
এই বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০২/২৩