সৈয়দপুরে মেডিকেল কলেজ নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত

সুভাষ বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক, রংপুর অঞ্চলঃ প্রধানমন্ত্রীর নির্দেশে নীলফামারী সৈয়দপুরে তৈরি হতে যাচ্ছে আধুনিক ২৫০ শয্যা বিশিষ্ট রেলওয়ে হাসপাতাল ও আন্তর্জাতিক মানের ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ। প্রকল্প বাস্তবায়নে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এতে বাংলাদেশ রেলওয়ের ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল নির্মাণে রেলওয়ের পরিত্যক্ত ১০ একর জমি নির্ধারিত করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদে একটি উচ্চ পর্যায়ে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিপিপি’র অতিরিক্ত সচিব আব্দুল বাসার।সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক গোলাম মোস্তফা,সৈয়দপুর রেলওয়ের কারখানা বিভাগীয় তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান, জেলা সিভিল সার্জন ডা.হাসিবুর রহমান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম,সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন,উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলওয়ে পতিত জমিতে মেডিকেল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। রংপুর বিভাগের একমাত্র প্রবেশদ্বার শিল্প ও শিক্ষা সমৃদ্ধ শহর নীলফামারীর সৈয়দপরকে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আলোকে উত্তর জনপদের মানুষের কথা চিন্তা করে সৈয়দপুরে রেলওয়ে মেডিক্যাল কলেজ হাসপাতাল।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়