সেলুনে পাঠাগার, সময় কাটবে বই পড়ে

গাইবান্ধাঃ সেলুনে আসা অপেক্ষমাণ গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ফুলছড়ি উপজেলায় বই ঘর সেলুন পাঠাগার উদ্বোধন করা হয়েছে। প্রবীণ শিক্ষক মো. লুৎফর রহমান ফুলছড়ি উপজেলা মদনের পাড়া এলাকার অলি হেয়ার কাটিং সেলুনে এ পাঠাগারের উদ্বোধন করেন।

সেলুনটিতে গেলে দেখা যায়, একদিকে চুল-দাড়ি কাটা হচ্ছে অন্যদিকে চুল-দাড়ি কাটতে আসা মানুষ ও যুবকরা বই পড়ছে। এতে অন্য রকম পরিবেশের সৃষ্টি হয়েছে।

চুল কাটতে আসা মো. নিশাদ বাবু বলেন, আগে চুল কাটতে এসে সিরিয়াল না পেলে আশপাশে ঘোরাঘুরি করতাম, মোবাইল টিপতাম। এখন তা না করে বই পড়ছি, ভালোই লাগছে।

ফুয়াদ হাসান বলেন, এখানে এসে অনেক রকমের বই পড়ে অনেক কিছু জানতে পারছি, সময়ও কেটে যায়। ভালো লাগছে।

সেলুনের মালিক ওমর ফারুক বলেন, আমার সেলুনে যুবকেরা চুল কাটাতে ও সেভ করতে আসে। যখন লম্বা সিরিয়াল থাকে তখন ফোন টিপে ও গেম খেলে সময় নষ্ট করে। তাই আমার সেলুনে পাঠাগার স্থাপন করি।

বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মেহেদি হাসান বলেন, জ্ঞানপিপাসুদের কথা মাথায় রেখে বাই ঘর সেলুন পাঠাগার চালু করা হয়েছে। বাইর থেকে সেলুনকে অন্যসব সেলুনের মতই মনে হবে। কিন্তু সেলুনের ভেতরে একটি অংশে জ্ঞানপিপাসুদের জন্য বই রাখা হয়েছে। তারা যেন সময় অপচয় না করে, সেজন্য এই পাঠাগার গড়ে তোলা হয়েছে।

তিনি আরও বলেন এই পাঠাগারে আপাতত ৩০টি বই দেয়া আছে। প্রতি মাসে নতুন বই দেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়