সেবা মিলছে ৬৪ জেলার ৭১টি পাসপোর্ট অফিস থেকে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেহেরপুর জেলা প্রতিবেদকঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, বাংলাদেশে ৬৪ টি জেলায় ৭১ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে। একই সাথে ০৭ টি বিভাগীয় অফিসও ভিসা অফিস থেকে বাংলাদেশে আগত পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে।

রবিবার সকালে মেহেরপুর চুয়াডাঙ্গা হাইওয়ে রোডে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এবং নির্দেশনায় মেহেরপুরের ব্যাপক উন্নয়ন হচ্ছে। তিনি মেহেরপুর জেলার বিভিন্ন উন্নয়ন কাজ এবং অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কাজের উল্লেখ করেন।

তিনি বলেন, শিশুদের জন্য শিশু পার্ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অবকাঠামো উন্নয়ন, ভৈরব নদীর ৫৯ কিলোমিটার খননসহ ২০১৪ থেকে এ পর্যন্ত ৪৬৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তিনি বাইপাস সড়ক,হাসপাতালে ১১ তলা বিল্ডিং, এর ৮ তলা বিল্ডিং নার্সিং কলেজ, পোস্ট অফিস বিল্ডিং সহ বিভিন্ন কাজের কথা উল্লেখ করেন। তিনি মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক উন্নয়নের কথা উল্লেখ করেন। বাংলাদেশে ৬৪ টি জেলায় ৭১ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট সেবা দেওয়া হচ্ছে। একই সাথে ০৭ টি বিভাগীয় অফিসও ভিসা অফিস থেকে বাংলাদেশে আগত পাসপোর্ট সেবা প্রদান করা হচ্ছে। ১৬ টি আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মাণ প্রকল্প ও ৪ টি পাসপোর্ট অফিস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ নির্মান প্রকল্পের আওতায় সবগুলো নিজস্ব ভবনের নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় আঞ্চলিক পাসপোর্ট অফিস মেহেরপুরের নবনির্মিত নিজস্ব ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রায় ৪ কোটি ১২ লক্ষ্য টাকা ব্যয়ে সম্পুর্ন অফিসটি ২৫ শতাংচ জায়গার উপর স্থাপিত ও মুল ভবনের আয়তন ৮৮২৬ বর্গফুট। ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবন এখন নির্মিত হয়েছে।

 পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসেের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্ন সচিব ছারোয়ার হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন, পুলিশ সুপার রাফিউল আলম।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়