সেনবাগে ভূল সিজারে প্রসূতি মা ও গর্ভের সন্তান খুণ

জাহাঙ্গীর বাবু।।

নোয়াখালীর সেনবাগের ভুল অপারেশনের সময় মা ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সেনবাগ থানা পুলিশ, হাসপাতালের মালিক পৌরসভার বাবুপুর গ্রামের ওহিদুর রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫) ও পরিচালক উপজেলার কাবিলপুর গ্রমের মাহমুদুল হকের ছেলে আমিরুল ইসলাম (৩১ কে আটক করেছে।

পুলিশ জানায়, গতকাল বুধবার,২৪-৭-২০১৯ বিকেল ৪ টার দিকে সেনবাগ উপজেলার ৩নং ডুমুরুয়া ইউনিয়নের হোমনাবাদ-শ্রীপুর গ্রামের মোঃ রিপনের স্ত্রী বিবি কুলসুমকে (১৯) প্রসব ব্যাথা নিয়ে সেনবাগ বাজারের নিউ সেন্টার হাসপাতালে ভর্তি হন।

এরপর গর্ভবতী ওই মহিলাকে রাতের ১০ টার দিকে সিজারিয়ান অপারেশন করার জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন শুরু করে। এসময় রোগী ওটি টেবিলে অসুস্থ্য হয়ে পড়ে, প্রসূতির হৃদ যন্ত্র অস্বাভাবিক হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে সিজার অবস্থায় পেস্টিং করে
হাসপাতাল মালিক একটি মাইক্রোযোগে চট্টগ্রামের প্রেরণ করে।

প্রসুতি রোগী বিবি কুলসুম মাইক্রো যোগে ফেনীতে পৌছলে সেখানে প্রসূতি মা ও গর্ভের সন্তান মারা যায়।

রোগীর স্বজন এই ঘটনা খুণ বলে অভিহিত করছেন। লোক মুখে জানা যায়,এ হাসপাতালে এ ঘটনা নতুন নয়। এর পুর্বে আরেক অপারেশনে প্রসুতির মৃত্যু হলে নগদ অর্থের বিনিময়ে দফারফা হয়, থানা পর্যন্ত গড়ায়নি।

প্রসুতি মা কুলসুমের স্বজনদের অভিযোগ কোনো অভিজ্ঞ ডাক্তার না থাকায় মালিক পক্ষের লোকজনই অপারেশন করা শুরু করেন। এর পর রাত দুইটার দিকে অজ্ঞাত ফোনের সুত্র ধরে সেনবাগ থানার এসআই সৌমজিৎ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় পলিশ ফোর্স ঘটনার স্থালে পৌছে রাতেই লাশ উদ্ধার ও অভিযুক্ত হাসপাতালের দুই মালিককে আটক করে।

মালিক পক্ষ জানায়, অপারেশন করেছে নোয়াখালী জেনারেল হাসপাতালে ডক্তার মঞ্জুরুল হক।এনেসথিয়া কে দিয়েছে সেবিষয়ে কেউ কিছু নিশ্চিত করতে পারেননি। তবে, দায়িত্বশীল সুত্র জানিয়েছে এনেসথেসিয়া ও অপারেশন করেছে নোয়াখালী জেনারেল হাসপাতালের ডাক্তার মঞ্জুরুল হক।
এব্যাপারে ডাক্তার মঞ্জুরুল হকের মুঠোফোনে বেশ কয়েক বার কল দিলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।পরবর্তীতে পর্যায়ক্রমে আইনী ব্যবস্থা নেওয়া হবে। মামলার তদন্তের দায়িত্বে আছে ওসি তদন্ত মোঃআলী পাটোয়ারী।

নিহত কুলসুমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আজ সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ দিকে এলাকাবাসী জানায়, সম্প্রতি এ হাসপাতালের বৈধ কাগজপত্র ও অব্যবস্থাপনার দায়ে জেলা এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সেনবাগের সেন্ট্রাল হাসপাতালকে গত ৮ জুলাই ২০১৯ সোমবার ছয় হাসপাতালের তিন লাখ সত্তর হাজার জরিমানা শিরো নামের সংবাদ প্রকাশিত হয়েছিল,যার মধ্যে আশি হাজার টাকা ছিল সেন্ট্রালের জরিমানা।

পুরাতন আর নতুন দুই সেন্ট্রাল হাসপাতাল পাশাপাশি বিল্ডিং । পত্র পত্র ফলাও করে প্রকাশিত হয়েছিল সেই সংবাদ।