শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান ও সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘হেসে খেলে পড়াশোনা, পরীক্ষা দিতে হবে না’ কৃষি মন্ত্রীর এই মন্তব্যের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার আসল চিত্র ফুটে উঠেছে। সংসদেও এই নতুন শিক্ষাক্রম নিয়ে কোন আলোচনা হয়নি খোদ মন্ত্রীর এই স্বীকারোক্তি প্রমাণ করে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আগামী প্রজন্মকে মেরুদণ্ডহীন হিসেবে গড়ে তুলবে।
শুক্রবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, পূর্বের সৃজনশীল পদ্ধতি শিক্ষক ও শিক্ষার্থীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলেও এর সুফল ঘরে তুলতে না পেরে তা বাতিল করা হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন শিক্ষাক্রম কতটুকু বাস্তবসম্মত তা আরো যাচাই-বাছাই করা প্রয়োজন নতুবা সৃজনশীল পদ্ধতির মত এটাও ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।
নেতৃবৃন্দ, নতুন শিক্ষাক্রম আবারও পর্যালোচনার দাবী জানান।
সম্প্রতি হিজাব ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের আচরণ ও মন্তব্যে জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি হতাশা প্রকাশ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটি জায়গায় স্বাধীন মত প্রকাশের নামে ধর্মীয় বিধান হিজাবকে কটাক্ষ করা কোনভাবেই সমীচীন হয়নি। ব্যক্তিগত রুচিকে চরিতার্থ করার প্রয়াসে ধর্মীয় বিধানে হস্তক্ষেপ সংবিধানের ধর্ম পালনের অধিকার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি, নবাব সলিমুল্লাহর দানে গড়া অনগ্রসর মুসলিমদের এগিয়ে নিতে গড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ হবে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়