সুশিক্ষিত জাতি গঠনে মাধ্যমিক শিক্ষকদের ভূমিকা অপরিসীম

ঢাকাঃ মাধ্যমিক শিক্ষক পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেছেন, আদর্শ শিক্ষকই জাতি গঠনে অপরিসীম অবদান রাখতে পারেন। একটি সভ্য সমাজ বা নৈতিকতা সম্পন্ন সমাজ বিনির্মাণের টার্গেট নিয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষকদের পরেই জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাধ্যমিক শিক্ষকরা। শিক্ষার্থীদের ভবিষৎ কেমন হবে তা নির্ধারিত হয় মাধ্যমিকের সময়টাতেই। এ সময়ে শিক্ষকদের ভূমিকার ওপর নির্ভর করবে একজন শিক্ষার্থী সমাজে কেমন প্রভাব ফেলবে। এ জন্য মাধ্যমিক শিক্ষকদের নৈতিকতা সম্পন্ন আদর্শ শিক্ষক হতে হবে এবং শিক্ষর্থীদের আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

গতকাল রাতে অনলাইনে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল হক । সভা পরিচালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, আমাদের একদল আদর্শ ও নৈতিকতা সম্পন্ন শিক্ষক তৈরি করতে হবে। ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করতে হবে। শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার ব্যবস্থা করতে হবে। বর্তমান শিক্ষাব্যবস্থার কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। ধর্মীয় শিক্ষার সুফল তুলে ধরতে হবে। ধর্মীয় শিক্ষা বাস্তবায়ন করা শিক্ষকদের ছাড়া সম্ভব না। তাই শিক্ষকদের ঐক্যবদ্ধ করে লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাআশিফের রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর নজরুল ইসলাম মেয়র। তিনি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষকরা যদি জাতি গঠনের এই মহান দায়িত্ব সার্বিকভাবে পালন করতে পারে তাহলে পরকালে জান্নাতের উছিলা হিসেবে আল্লাহ পাক তাদেরকে কবুল করতে পারেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ মনজুরুল হক বলেন, আজ শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে উপনিত হয়েছে। আমরা চাই কাক্সিক্ষত শিক্ষা কিন্তু কাক্সিক্ষত শিক্ষার জন্য যে বাজেট দরকার সেটা আমরা পাচ্ছি না। যার ফলে শিক্ষক সল্পতাও ব্যাপকভাবে দেখা দিয়েছে। শিক্ষকরা শিক্ষকতা পেশায় আগ্রহ হারাচ্ছে। বিরাজমান এ অবস্থার পরিবর্তন না হলে আমরা যে কাক্সিক্ষত শিক্ষা চাই সেটা পাওয়া সম্ভব না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ আব্দুর রহিম সরকার। উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়