সিলেট ও রাজশাহী বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ

সিলেট ও রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। টঙ্গি সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মজিদুল ইসলামকে সিলেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি সমাজকল্যাণ বিষয়ের অধ্যাপক ছিলেন।

অধ্যাপক ড. মোহ. মোকবুল হোসেনকে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান এর দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ড. মো. মোকবুল হোসেন এর আগে রাজশাহী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদকে প্রেষণ প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক আদেশে প্রেষণে দুইটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়।

এদিকে রাজশাহী বোর্ডের বর্তমান চেয়ারম্যান ওএসডি শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ আগামী ৩০ জুন অবমুক্ত হবেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে।

বিস্তারিত:

 http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/15520190627135641.jpg

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/15520190627135600.jpg

http://www.educationbangla.com/media/PhotoGallery/2019March/15520190627135939.jpg