সিলেটে সহকারি শিক্ষকের শূন্য পদ ৪১১টি, আবেদন ৩ লাখ ৬০ হাজার

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ধাপের নিয়োগে লিখিত পরীক্ষা আগামী ১ ডিসেম্বর । এই ধাপের পরীক্ষায় অংশ গ্রহণ করবেন, সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের চাকরি প্রত্যাশিরা।

৩ লাখ ৬০ হাজার ৭০০ জন পরীক্ষার্থী অংশ নিবেন সিলেট বিভাগে। অথচ নিয়োগে সিলেট বিভাগে অনুমোদিত শূন্য পদের সংখ্যা ৪১১টি।

এর আগে বলা হয়েছিল, ২৪ নভেম্বর প্রথম ধাপের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায় প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে নেওয়া হবে ১ ডিসেম্বর। ওইদিন সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১১/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়