সিনেমা দেখাই যখন চাকরি, বেতন ২ লাখ টাকা

ঢাকাঃ সিনেমাপ্রেমীদের খুঁজছে যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান। সিনেমাপ্রেমীদের কর্মী হিসেবে নিয়োগ দিতে চায় ব্লুমসিবক্স নামের প্রতিষ্ঠানটি। সেজন্য দেওয়া হয়েছে চাকরির বিজ্ঞাপনও। বেতন ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ টাকারও বেশি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর, ব্লুমসিবক্স এজন্য সিনেমার তালিকাও প্রকাশ করেছে। সবগুলোই বড়দিনকেন্দ্রিক সিনেমা। নিয়োগপ্রাপ্তরা এই সিনেমাগুলো দেখে প্রত্যেকটির আলাদা করে রিভিউ লিখে ইনস্টাগ্রামে পোস্ট করবেন। ফেস্টভিটি ফ্যাক্টর, টিয়ারজার্কার টেস্ট, রসায়ন ও বারবার দেখার প্রবণতা চেক করে লিখবেন তারা।

সিনেমা দেখার সময় দর্শকদের গরম কফি, দুই জোড়া ভালো মোজা, পিককে এক বছরের সাবস্ক্রিপশন ও ১২ মাসে ফুলের তোড়ার ব্যবস্থা করবে। প্রতি মাসেই দর্শকদের বাড়িতে পৌঁছাবে তাজা ফুল।

নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা হয়, ‘আমরা চাই আমাদের কর্মীরা সবচয়ে ভালো মুডে সিনেমাগুলো দেখবে। তাই আমরা তাদের গরম কফি, দুই জোড়া আল্ট্রাকজি মোজা এবং পিককের এক বছরের সাবস্ক্রিপশন দিচ্ছি। তারা বলেন, ‘চূড়ান্ত বিজয়ীদের আমরা ১২ মাস ফুল পাঠাবো। প্রতি মাসেই তাদের দরজায় পৌঁছে যাবে মৌসুমের সবচেয়ে তাজা ফুল।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়