শিক্ষাবার্তা ডেস্কঃ দশম গ্রেডের দুটি পদের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে ২ হাজার ৪২২ জন নার্স নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নেওয়া হবে। আবেদন করা যাবে ৭ মার্চ ২০২৩ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা: সিনিয়র স্টাফ নার্স (২,৩৬৭) ও ডিপ্লোমা নার্স (৫৫)
বেতন: বেতন হবে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা (১০ম গ্রেড)।
বয়স: আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
ফরম পূরণের আগে অবশ্যই আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে দেখে নিতে হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০২/২৩