সিংগাইরে ডেঙ্গুতে স্কুল ছাত্রের মৃত্যু

মানিকগঞ্জঃ জেলার সিংগাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. সিয়াম হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিয়াম সিংগাইর উপজেলার দাশের হাটি গ্রামের সৌদি প্রবাসী জিগির আলী ওরফে সনুমিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিয়াম হোসেন উপজেলার চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ১১ সেপ্টেম্বর রাতে সিয়াম জ্বর অনুভব করলে পরিবারের লোকজন তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে পরীক্ষায় তার ডেঙ্গু জ্বর শনাক্ত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সাভারের এনাম মেডিকল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন সিয়াম।

বৃহস্পতিবার সকাল ১০টায় দাশেরহাটি গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়