মোঃ রবিউল ইসলাম (রবীন)। আদমদীঘি (বগুড়া) প্রতিবেদকঃ বগুড়ার সান্তাহার সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতীর কারনে শিক্ষার্থীদের কোন ক্লাস হয়নি। কোন পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি। ফলে অনেক শিক্ষার্থী বিষয়টি না জেনে ক্লাস না পেয়ে ফিরে গেছে। তবে কলেজের অফিস খোলা আছে। আগামী ১০.১১.১২ তারিখের কর্মবিরতীর আজ প্রথম দিন।
একাদশ শ্রেনীর নবাগত শিক্ষার্থীদের ক্লাস উদ্ধেধনের দ্বিতীয় দিনে এই শিক্ষকদের কর্মবিরতী পালন অনুষ্ঠিত হলো।
সরজমিনে আজ (মঙ্গলবার) সান্তাহার সরকারি কলেজে গিয়ে দেখা যায়, অধ্যক্ষ ও অনান্য শিক্ষরা কলেজের প্রবেশদ্বারে ব্যানার ঝুলিয়ে মানববন্ধন পালন করছে। কলেজে কোন ক্লাস,পরীক্ষা হচ্ছে না। এর মধ্যে অনার্স ও ডিগ্রি ( পাশ) কোর্সের পরীক্ষা আছে। কলেজের সব ক্লাসে তালা ঝুলছে। কলেজের লাইব্রেরী বন্ধ। তবে অফিস খোলা।
সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ছায়ফুল ইসলাম জোয়ারদার জানান, ক্যাডার কম্পোজিসনের সুরক্ষা, পদোন্নতি,পদসৃজন, স্কেল আপগ্রেডেশন,আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ শিক্ষা ক্যাডারের নায্য দাবিসমুহ বাস্তবায়নের জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সর্বাত্বক কর্মবিরতীর আজ প্রথম দিন। আজ থেকে আগামী পরশু পর্যন্ত কলেজে কোন ক্লাস হবে না। আমাদের আন্দোলন চলবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়