সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠক

সমস্যা সমাধানে সরকারি সাত কলেজের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোমবার (৮ জুলাই) বেলা ১২টার দিকে তাদের সঙ্গে বৈঠকে বসেন ঢাবি উপাচার্য।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের পূর্বের পাঁচ দফা দাবি পূরণ না করায় এবং সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন না করার প্রতিবাদে ঢাবির গণতন্ত্র ও মুক্তি তোরণের সামনে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন পালন করছে আজ।

এছাড়া আন্দোলনের অংশ হিসেবে সকাল ১০টায় ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত এলাকার গণতন্ত্র ও মুক্তি তোরণের সামনে এসে সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগানে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায়।

বিক্ষোভের একপর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা উপাচার্যের সঙ্গে আলোচনার প্রস্তাব রাখে। সেই প্রস্তাবে সাড়া দিয়ে সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এখন ঢাবি উপাচার্যের সঙ্গে জরুরি বৈঠকে বসেছে। বৈঠক এখনো চলমান রয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা এই বৈঠকে সমস্যার আশানুরূপ সমাধান ঘটবে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- একসঙ্গে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একই বর্ষের সব বিভাগের ফল একত্রে প্রকাশ, গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতা পুনঃমূল্যায়ন, সাত কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন, প্রতিটি বিভাগে মাসে দুই দিন করে অধিভুক্ত সাত কলেজে মোট ১৪ দিন ঢাবি শিক্ষকদের ক্লাস নেওয়া, সেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাস প্রোগ্রাম চালু।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। এগুলো হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্ত কলেজগুলোর ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া, পরীক্ষা, শিক্ষা কার্যক্রম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হচ্ছে।