মৌলভীবাজারঃ বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারের সাতটি উপজেলায় একজন করে গুণী শিক্ষকের বাড়িতে ফল ও ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. মনজুর রহমান।
এসপির পাঠানো ফল ও ফুলের তোড়া নিয়ে বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক রসময় মোহান্তের বাড়িতে উপস্থিত হন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী।
ওই সময় তিনি এসপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ফল উপহার দেন অধ্যক্ষ রসময় মোহান্তকে। এ ছাড়াও নিজের সম্পাদিত কয়েকটি বই উপহার পান রসময় মোহান্ত।
মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবসে মৌলভীবাজারের সব উপজেলার একজন করে গুণী শিক্ষকদের সঙ্গে ফোনে কথা বলেন এসপি মো. মনজুর রহমান।
এ বিষয়ে প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট লেখক ও গবেষক রসময় মোহান্ত বলেন, ‘পুলিশ সুপারের এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক সমাজের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।’
ওই সময় তিনি এসপিকে কৃতজ্ঞতা জানিয়ে তার সম্পাদিত কয়েকটি বই উপহার দেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়