সাঁথিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সভাপতির

শরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়

পাবনাঃ জেলার সাঁথিয়া উপজেলার শরিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

অভিযোগ সূত্রে জানা য়ায়, প্রধান শিক্ষক স্কুলের মাল্টিমিডিয়া ভাড়া দিয়ে অর্থ আত্মসাৎ করেন। স্কুলে কোচিং ব্যবসার সঙ্গেও জড়িত তিনি। এছাড়া ১০ বছরের বিভিন্ন খাতের অনুদানের অর্থ ব্যয় না করে আত্মসাৎ করেছেন তিনি।

জানা গেছে, ২০১৩ সালে স্কুলের নতুন দ্বিতল ভবন নির্মাণের সময় স্কুলসংলগ্ন কবরস্থান থেকে স্কুলের জন্য জমি ক্রয় করা হয়। কিন্তু আজ পর্যন্ত প্রধান শিক্ষক করবস্থানের পাওনা ৪০ হাজার টাকা পরিশোধ করেননি। এ বৎসর স্কুলের সার্বিক উন্নয়ন, ক্রয় ও অন্যান্য খাতে ব্যয়ের জন্য সরকারের বার্ষিক বরাদ্দকৃত অর্থের পরিমাণ বা সংশ্লিষ্ট তথ্যাদি প্রধান শিক্ষক কখনোই স্কুল ম্যানেজিং কমিটি বা কোনো শিক্ষককে অবহিত করেননি। প্রধান শিক্ষক স্কুল ম্যানেজিং কমিটিকে ১৫ আগস্টের জাতীয় শোক দিবসে অংশগ্রহণ না কারার জন্য বলেছেন। স্কুল ভবন রং করার জন্য প্রায় দুই বছর আগে রং কিনেছিলেন। সে রঙের বাকি টাকা পরিশোধ না করে সরকারের বরাদ্দকৃত অর্থ তিনি আত্মসাৎ করেছেন।

গত ২২ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) বরাবর অভিযোগ করেন সভাপতি মো. ইমরুল কবির।

প্রধান শিক্ষক ইসমত আরা বলেন, কবরের জায়গা সরকারিভাবে অনুদান বা বরাদ্দ পাওয়া যায়নি। জমি কেনার সময় আমি ছিলাম না। এলাকার স্বার্থে গভর্নিং বডি এবং এলাকাবাসী জমি কিনেছে এবং তারাই টাকা দেবে। আমার সব ব্যয় ভাউচারে সভাপতির স্বাক্ষর আছে। আমার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। ১৫ আগস্টে সভাপতিকে ডাকা হয়নি কেন- এমন প্রশ্ন এড়িয়ে যান প্রধান শিক্ষক।

উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, জেলা শিক্ষা কার্যালয় থেকে পাঠানো ইসমত আরার বিরুদ্ধে অভিযোগের কাগজটি পেয়েছি। ব্যস্ততার কারণে তদন্ত শুরু করতে পারিনি। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কাজ শুরু করব।

জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিক ইউসুব রেজা বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পাঠানো হবে। এ বিষয়ে বিভাগীয় অফিস সিদ্ধান্ত নেবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়