সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মুক্তিযোদ্ধাদের হত্যাচেষ্টা, লাঞ্ছিত, জমি দখল, কোটা ফেরত ও সংরক্ষণ, সহকারী শিক্ষক নিয়োগ বাতিল, সব বাহিনীর সব মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তরে প্রথম পরীক্ষায় কোটা বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব শফিকুল ইসলাম বাবুল বলেন, সমগ্র বাংলাদেশেই বীর মুক্তিযোদ্ধাদের অপমান, হত্যাচেষ্টা এবং লাঞ্ছিত করা হচ্ছে। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে হলেও সব পদে পুনর্বহাল ও সংরক্ষণ করতে হবে। যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধার সন্তানদের খারাপ জায়গায় পদায়ন এবং সময়মতো পদোন্নতি থেকে বঞ্চিত করা হচ্ছে। এটা দেশের জন্য এক ধরনের অশনিসংকেত।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, সহকারী শিক্ষক নিয়োগে মুক্তিযোদ্ধা সন্তানদের সুকৌশলে কোটাবঞ্চিত করা হয়েছে। এটি ছিল ১৫তম গ্রেডে; এখন ১৩তম গ্রেডে করা হয়েছে। পুলিশের নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা মানা হচ্ছে না। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৩/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়