নিজস্ব প্রতিবেদক।।
সারা দেশে ৯৭ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদেরকে আগামী ১৯ নভেম্বর কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরি করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ৩০ এপ্রিলের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জনকে অস্থায়ী ভিত্তিতে সহকারী জজ পদে এই নিয়োগ দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়