সরকারের ১৪ বছরের এমপিওভুক্ত হয়েছেন ৮১ হাজার মাধ্যমিক শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় বিগত ১৪ বছরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের হার বেড়েছে ৩৩ শতাংশ। নির্ধারিত সময়ে এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ এবং উচ্চ মাধ্যমিক কলেজ সংখ্যা বেড়েছে ৫ হাজার ৯৭টি। ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিভুক্ত করা হয়েছে।

গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ‘উন্নয়ন অগ্রযাত্রায় ২০০৯-২০২৩ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, নির্ধারিত সময়ে এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ৭৫৮টি বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে মোট সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৫১০টি। এই স্তরে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের হার বেড়েছে ২৩৪ শতাংশ। মাধ্যমিক বিদ্যালয় ২ হাজার ৬২৯টি বেড়ে হয়েছে ১৫ হাজার ১৯টি, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের হার বেড়েছে ২১ শতাংশ। স্কুল অ্যান্ড কলেজে ২২৬টি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়ায় ৬১২টি, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের হার বেড়েছে ৫৯ শতাংশ।

উচ্চ মাধ্যমিক কলেজ ৩৭৯টি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়ায় ১ হাজার ১৪৭টি, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের হার বেড়েছে ৪৯ শতাংশ। ডিগ্রি কলেজ ১০৫টি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৬০৯টি, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের হার বেড়েছে ১১ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, একই সময়ে ৯৭ হাজার ৮৬৪ জন শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করা করা হয়েছে। এর মধ্যে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ হাজার ৮০৬ জন ও বেসরকারি কলেজের ১৭ হাজার ৪৫৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এ ছাড়াও নির্ধারিত সময়ে সরকারি স্কুল ৩৫৫টি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়ায় ৬৭৩টি। সরকারি কলেজ ৩৭৪টি বৃদ্ধি পেয়ে মোট সংখ্যা দাঁড়ায় ৬৬৩টি।

মানবসম্পদ উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে বিগত ১৫ বছর সরকারের কিছু কার্যক্রম প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমে ৪ হাজার ৮৭৮ জন শিক্ষককে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মাউশির অধীনে ২৯ লাখ ৮০ হাজার ২৯২ জন শিক্ষককে সৃজনশীল, জীবন-দক্ষতা বৃদ্ধি, নতুন কারিকুলাম বিস্তরণ, পারফরমেন্স বেইজড ম্যানেজমেন্ট, বিজ্ঞান শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) আওতায় শিক্ষা ব্যবস্থাপকসহ ৩০ হাজার ৮৮০ জন শিক্ষককে প্রশিক্ষণ ও ১ হাজার ২৫০ জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বুনিয়ারি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে ৯ হাজার ৪২৭ জন। বাংলাদেশ স্কাউটসের আওতায় স্কাউট ও রোভার লিডারদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন কোর্স বাস্তবায়নে ১ হাজার ১৮৬টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়