সরকারি স্কুলের প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগের সম্পাদক

কুড়িগ্রামঃ জেলার রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রার বিরুদ্ধে সরকারি চাকরি করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার সরকারি সিজিজামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু বাদী হয়ে মাউশির মহাপরিচালকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

প্রধান শিক্ষক আবু হোরায়রা গণমাধ্যমকে জানান, ২০১৮ সালের ৫ মে সরকারি সিজিজামান উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বিদ্যালয়টিতে তিনি জাতীয়করণের আগ থেকেই প্রধান শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন। তার নামে চলতি বছরের ১৮ জুন সরকারি বিল আসে এবং তিনি তা উত্তোলন করেন। এখনো তিনি সরকারি বিল-ভাতা উত্তোলন করছেন। অপরদিকে দীর্ঘ সাত বছর পর ২০২২ সালে ২৯ নভেম্বর সম্মেলনের মাধ্যমে রৌমারী উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে প্রধান শিক্ষক আবু হোরায়রা সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এক বছর অতিবাহিত হলেও এখনো কমিটি অনুমোদন পায়নি বলে জানান জেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলী।

কিন্তু সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালায় উল্লেখ রয়েছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ও আ.লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা বলেন, ‘বিদ্যালয়টি যখন বেসরকারি ছিল, তখন থেকেই সেখানে চাকরি করে আসছি। বিদ্যালয়টি জাতীয়করণ হওয়ার আগেই উপজেলা আওয়ামী লীগের ওই পদে পেয়েছিলাম। দলের গঠনতন্ত্রে এ বিষয়ে কোনো বাধা নেই, তারপরও সরকারি চাকরি বিধিমালার কথা ভেবে দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছি।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়