নিজস্ব প্রতিবেদক :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। ১ হাজার ৩৭৫টি পদের বিপরীতে ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন প্রার্থী আবেদন করেছেন। পিএসসি সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রার্থীদের ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ঢাকার সব সরকারি-বেসরকরি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে ব্যবহারে প্রধানদের সম্মতি ও সহযোগিতা চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।