সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জঃ জেলার চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মরতদের বাদ দিয়ে নতুন নিয়োগ বন্ধের দাবিতে কর্মবিরতি পালন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের কর্মরত বেসরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে ৩ দফার দাবিতে ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়।

এতে বক্তব্য দেন সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক তোহরুল ইসলাম, প্রচার সম্পাদক ওবায়দুল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, শিক্ষাবান্ধব সরকার বেসরকারি কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করবেন এবং যারা বহুদিন ধরে অস্থায়ীভাবে কর্মরত আছেন তাদের বাদ দিয়ে নতুন নিয়োগ বন্ধ করে অস্থায়ী কর্মচারীদের নিয়োগের দাবি করেন।

৩ দফা দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন কর্মচারীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়