সবুজ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত

চৌগাছা(যশোর) উপজেলা সংবাদদাতা :

যশোর চৌগাছা উপজেলার স্বরূপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাহিদুজ্জামান সবুজ ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন।

জানা যায়, সাহিদুজ্জামান সবুজ ২০১৬ সালের জানুয়ারি মাসের ১৭ তারিখ চৌগাছা উপজেলার স্বরূপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ওই বিদ্যালয়েরই ছাত্র ছিলেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি স্বরূপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তিনি বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

মো.সাহিদুজ্জামান সবুজ ১৯৮৮সালে স্বরূপদহা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা নাম মরহুম ওসমান গণি,তিনি পশ্চিম স্বরূপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক , মায়ের নাম মোসাঃশাহানা খাতুন তিনি পশ্চিম স্বরূপদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,তার স্ত্রী রোকসানা পারভীন উপজেলার বাটিকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।তিনি আগামী দিনে আরো সাফল্য পেতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।