সন্ধান মেলেনি চট্টগ্রামে নিখোঁজ মাদ্রাসাছাত্রের

চট্টগ্রামঃ জেলার বাকলিয়ায় নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে নগরীর বাকলিয়া সৈয়দ শাহ এলাকার ওই নালায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে বুধবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিয়ে ছাদ থেকে সে নিখোঁজ হয়।

নিখোঁজ আলিফ হোসেন পঞ্চিম বাকলিয়া টিসি রোডের বাসিন্দা পান দোকানদার রাসেলের ছেলে ও আজিজিয়া মাদ্রাসার হাফিয়ায় বিভাগের ছাত্র।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মোবিলাইজেশন কফিল উদ্দীন বলেন, বুধবার বিকাল ৪টার দিকে মাদ্রার ছাদে থেকে নালায় পড়ে মাদ্রাসার ওই ছাত্র নিখোঁজ হয়। খবর পেয়েফায়ার সাভির্সের ডুবুরি দল তাকে খুঁজতে অভিযানে নামে। মাঝরাত পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল থেকে আবারও ডুবুরি দল তাকে খুঁজতে অভিযানে নামে।

বাকলিয়া থানার ওমি মো. আব্দুর রহিম জানান, সিসি ক্যামেরার ফুটেজে শিক্ষার্থী আলিফকে চট্টগ্রামের বাকলিয়া এলাকার আজিজিয়া মাদরাসার ছাদে ওঠে দেখা যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। তবে নালায় পড়েছে কিনা এনিয়ে তার সন্দেহ রয়েছে এবং বিষয়টা রহস্যজনক বলে মনে করেছেন তিনি। তবে এঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

গত রোববার (২৭ আগস্ট) নগরীর রঙ্গীপাড়া এলাকায় নালায় পড়ে ইয়াছিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু নিখোঁজ হয়। সার্ভিসের ডুবুরি দল ১৭ ঘণ্টা পর সোমবার (২৮ আগস্ট) ওই শিশুর লাশ উদ্ধার করে। এ নিয়ে চলতি বর্ষায় দুই শিশুসহ এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৯/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়