জোনাকী দত্তঃ একটি বইই পারে একজন মানুষের নিঃসঙ্গতার নিঃস্বার্থ সঙ্গী হতে। বর্তমান সময়ে মানুষ এতোই ব্যস্ত যে সন্তান, পরিবার কিংবা স্বজন কাউকে সময় দিতে পারে না। ফলে অনেক পরিবারের সন্তানরা একাকীত্বের কারণে অসামাজিক কার্যকলাপ তথা কিশোর অপরাধে জড়িয়ে পড়ে। সন্তানের আবদার মেটাতে অভিভাবক মোবাইল থেকে শুরু করে অনেক দামী খেলনা এবং অন্যান্য জিনিস কিনে দেয়। তাদের কারো সামর্থ্য আছে কিংবা কারো নেই। কিন্তু একটা একশ দেড়শ টাকার বই কিনে দিতে তাদের যত আপত্তি। কেউ কেউ বলেন, আরে এখন বই কেউ পড়ে নাকি? সেই অজুহাতে এড়িয়ে যায়। কিন্তু ধারণাটি সম্পূর্ণ ভুল। এখনো চট্টগ্রামের বাতিঘরে গেলে দেখা যায় শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধরাও বই পড়ায় নিমগ্ন থাকে। খোঁজ নেয় নতুন কোনও বই আসছে কিনা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি এবং বই পড়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হাজার হাজার শিক্ষার্থী বইমুখী হয়েছে। এটা নির্ভর করে মানুষের মানসিকতার উপর। একজন লেখক যথাসাধ্য চেষ্টা করে পাঠকের উপযোগী বই লিখতে। বিভিন্ন প্রকাশনী সেই বইকে আকর্ষণীয় করে তুলে সুন্দর প্রচ্ছদ আর মলাটে সর্বাত্মক চেষ্টা করে পাঠকের হাতে তুলে দিতে। একজন পাঠক যখন সেই বই কিনে তখন লেখক গর্বিত হয়, তার লেখা সার্থক হয়। তাই আপনার সন্তানকে আদর্শ, সুস্থ মানসিকতা, আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার হাতে বই তুলে দিন।
আজ ১৩ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ শিশু সাহিত্য একাডেমি আয়োজিত চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে ছয় দিন ব্যাপী ২য় বারের মতো শেখ রাসেল বই মেলা ও শিশু সাহিত্য উৎসব শুরু হতে যাচ্ছে। এতে শেখ রাসেল আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশ গ্রহণ করে বিজয়ীরা তো পুরস্কার পাবেই, অংশগ্রহণকারীরাও পাবে উপহার হিসেবে বই। তাই আপনার সন্তানকে এই আনন্দ যজ্ঞে সামিল হওয়ার সুযোগ করে দিন।
বই না পড়ার মানসিকতা মানুষকে দিন দিন পাঠ বিমুখ করে ফেলছে। ফলে তাদের মধ্যে বই পড়া বা বই কেনার আগ্রহ হ্রাস পাচ্ছে। বই পড়লে জ্ঞানের তৃষ্ণা বৃদ্ধি পায়। তাই প্রতিবছর বিভিন্ন বই মেলায় আপনার সন্তানকে সাথে নিয়ে তার হাতে একটি বই তুলে দিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়