সনদ জালিয়াতির মামলায় প্রধান শিক্ষকের সাজা বহাল

ঝালকাঠিঃ শিক্ষাগত সনদ জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক মো. রুহুল আমিনকে দেওয়া নিম্ন আদালতের সাজা বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদুর রহমান আসামি পক্ষের আপিল খারিজ করে এ রায় দেন। জামিনে থাকা আসামিকে এক মাসের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মোস্তাফিজুর রহমান মনু। তিনি রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০১১ সালের ২৬ জুন প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন তৎকালীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম হারুন অর রশিদ। চার্জশিটে বলা হয়, স্কুলের চাকরিতে যোগদানের সময় রুহুল আমিনের দাখিল করা এসএসসি, এইচএসসি সনদকে যশোর শিক্ষাবোর্ড এবং বিএ ও বিএড পরীক্ষার সনদকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভুয়া বলে প্রত্যয়ন করেছে।

২০১৭ সালের ৫ জুলাই এই মামলায় ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিকে প্রমাণিত তিনটি অভিযোগে মোট ১২ বছরের কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একসঙ্গে চলবে বলে সর্বোচ্চ ৫ বছরই আসামিকে সাজাভোগ করতে হবে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়