সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে শিক্ষককে হত্যার দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

সিলেটঃ সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়েখুল ইসালামকে হত্যার দায়ে একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক লুৎফুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ও দায়রা জজ আদালত বিচারক মশিউর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি সিলেটের ওসমানীনগরের বুরুঙ্গা সড়কের মুখে প্রাইভেটকার দিয়ে চাপা দিয়ে মাওলানা শায়েখুল ইসলামকে হত্যা করেন- যা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছে রাষ্ট্রপক্ষ।

অপরদিকে একই দিনে আরো ২টি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন ও একটি মাদক মামলায় আরো এক আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে একই আদালত।

তিন মামলার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নিজাম উদ্দিন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়