সড়কে প্রাণ গেল দাখিল মাদ্রাসার সুপারের

সুনামগঞ্জঃ সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি-বোঝাই লরির ধাক্কায় মাওলানা মো. মইনুদ্দিন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৩ নভেম্বর) সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পৌর এলাকার ওয়েজখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা মো. মইনুদ্দিন সুনামগঞ্জের শাহ মিলন (র.) দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট ছিলেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অমৃতশ্রী গ্রামের মাওলানা শফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ শহরতলির ওয়েজখালী এলাকায় জেলা আনসার ভিডিপি অফিসের উল্টো দিকে বৈদ্যুতিক খুঁটি-বোঝাই একটি লরি পেছন দিক থেকে চালিয়ে সড়কে উঠছিল। এ সময় সুনামগঞ্জ শহরের দিকে আসতে থাকা মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা মাওলানা মঈনুদ্দিন ১০-১৫ গজ দূরে গিয়ে ছিটকে পড়েন। এ সময় আশপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় মঈনুদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত বোরহান উদ্দিন জানান, দুইজন মানুষ মাওলানা মঈনুদ্দিনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে এনে রেখে যান।

এ বিষয়ে সদর থানা পুলিশের ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটনায় মঈনুদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঘটনার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়