নিজস্ব প্রতিবেদক।।
সামাজিক নিরাপত্তার খাত হিসেবে বিবেচিত সঞ্চয়পত্র মূলত নিম্ন ও মধ্যবিত্তদের জন্য। কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান এমপ্লয়িজ প্রভিডেন্টে ফান্ড নামে বড় অঙ্কের টাকা এখানে বিনিয়োগ করছে। কারণ ব্যাংক আমানতের চেয়ে সঞ্চয়পত্রে মুনাফা বেশি। আর এসব প্রতিষ্ঠানের বিনিয়োগের কারণে সঞ্চয়পত্রের বিক্রিও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
ফলে সরকারের সুদ ব্যয় বাড়ছে। এ সুদ ব্যয় এবং আমানতের সুদের সঙ্গে সঞ্চয়পত্রের সুদের ব্যবধান কমিয়ে আনতে সরকার সদ্য পাস হওয়া বাজেটে উেস কর বাড়িয়ে দ্বিগুণ করেছে। এবার কৃষিভিত্তিক কয়েকটি ফার্মের আয় ছাড়া অন্য কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যাতে সঞ্চয়পত্রে না আসে সে জন্য সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। সঞ্চয়পত্র স্কিম ক্রয়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭ যথাযথভাবে অনুসরণ করতে হবে। গতকাল মঙ্গলবার ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এসংক্রান্ত এক সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নামে বড় অঙ্কের অর্থ সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হচ্ছে। কিন্তু সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭ অনুযায়ী, উপকর কমিশনারের প্রত্যায়ন সাপেক্ষে তহবিলের অর্থ দ্বারা শুধু কৃষিভিত্তিক কয়েকটি ফার্মের আয়ের বিপরীতে ‘বাংলাদেশ সঞ্চয়পত্র’ কেনা যাবে। সঞ্চয়পত্রের উচ্চ সুদ হারের কারণে প্রাতিষ্ঠানিক তহবিল দ্বারা সঞ্চয় স্কিম ক্রয়ের ক্ষেত্রে সুযোগের অপব্যবহার যাতে না করা হয় সে বিষয়টি নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ লক্ষ্যে সঞ্চয়পত্র স্কিম ক্রয়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭ যথাযথভাবে অনুসরণে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত পারিবারিক
সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সুদহার না কমলেও উেস কর বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। এর আগে পারিবারিক সঞ্চয়পত্রের মুনাফার ওপর ৫ শতাংশ কর কাটা হতো। সদ্য পাস হওয়া বাজেটে এটি বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে আগের চেয়ে কম মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। তাই উেস কর বাড়ানোর ঘোষণায় হতাশা ব্যক্ত করেছে সাধারণ মানুষ। এর ফলে স্বল্প ও নির্দিষ্ট আয়ের মানুষের সঞ্চয়ের পথ সংকুচিত হবে। এমন অবস্থায় সঞ্চয়পত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ঠেকাতে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক।