সখীপুর: এতিমের টাকা হরিলুট

টাঙ্গাইলঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর বরাদ্দের চাল হরিলুটের অভিযোগ উঠেছে। ‘অস্তিত্বহীন’ ও ‘বিলুপ্ত’ প্রতিষ্ঠানের নাম বরাদ্দের তালিকায় ঢুকিয়ে করা হয়েছে এমন দুর্নীতি। খোঁজ নিয়ে তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠানের ‘অস্তিত্ব’ পাওয়া যায়নি। এ ছাড়া সাড়ে চার বছর বন্ধ থাকার পর ঘরদরজা নিশ্চিহ্ন (বিলুপ্তপ্রায়) একটি এতিমখানার নামও রয়েছে বরাদ্দের তালিকায়। অর্থবছর শেষ হওয়ার সাড়ে তিন মাস পার হলেও বরাদ্দের বিষয়ে কিছু জানেন না তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। দুটি প্রতিষ্ঠানে বরাদ্দের অনুকূলে চালের পরিবর্তে ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে। তবে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের বরাদ্দের চাল ফেরত দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এতিমখানা, লিল্লাহ বোর্ডিং, অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম ও সামাজিক কল্যাণে নিয়েজিত প্রতিষ্ঠানের অনুকূলে ২০২২-২৩ অর্থবছরের জিআর বরাদ্দের চিঠি ইউএনওকে পাঠানো হয় গত ২৪ জুন। জেলা প্রশাসকের ত্রাণ শাখা থেকে পাঠানো চিঠিতে সখীপুর উপজেলার ২২টি প্রতিষ্ঠানে জিআরের ৪৩ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এই চিঠির সূত্র ধরে মাসখানেক অনুসন্ধান চালিয়ে দুর্নীতির তথ্যগুলো পেয়েছেন সমকাল প্রতিবেদক। বরাদ্দের তালিকায় নাম রয়েছে মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসা ও এতিমখানা, প্রতিমাবংকী বাইতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা, বহুরিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নামদারপুর এতিখানা ও গড়গোবিন্দপুর পশ্চিমপাড়া আল-মদিনা ও এতিমখানার। অথচ খোঁজ নিয়ে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ ছাড়া তালিকায় নাম আছে; কিন্তু বরাদ্দের চাল বা টাকা পায়নি কালিয়ান হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, কচুয়া হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, ছোট হামিদপুর মাদ্রাসা ও এতিমখানা, বেড়বাড়ী খন্দকারপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ঘেঁচুয়া মধ্যপাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। দুই টন চালের বাজার মূল্য ৭০-৮০ হাজার টাকা নির্ধারণ করা থাকলেও মাত্র ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে দুটি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ২০ হাজার টাকা পেয়েছে সিরিরচালা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। বাকি ২০ হাজার টাকা পায় সখীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতি।

এতিম সংকটে বন্ধ থাকা ‘সখীপুর উপজেলা এতিমখানা’ এখন বিলুপ্তপ্রায়। এর সাবেক সভাপতি অধ্যাপক আহম্মদ আলী বলেন, ‘এতিম সংকটে প্রায় সাড়ে চার বছর আগে বন্ধ হওয়া এতিমখানাটি কীভাবে জিআর বরাদ্দ পেল, এটা আমার জানা নাই। বরাদ্দ আসা, পাওয়া বা না পাওয়া– এসবের কিছুই জানি না।’ তালিকায় থাকা অস্তিত্বহীন পাঁচটি প্রতিষ্ঠানের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, বোয়ালী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাঈদ আজাদ, বহুরিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তা, ইউপি সদস্য রুবেল ও ইউপি সদস্য কবির হোসেন।

বেড়বাড়ী খন্দকারপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা আইয়ুব আনসারী বলেন, ‘আমরা বরাদ্দের খবরই জানি না। কোনো চিঠিও পাইনি। বিষয়টি জানার পর খোঁজ নিয়ে শুনি, আমরা জানার আগেই সব চাল লুট হয়ে গেছে।’ একই ধরনের কথা বলেন কালিয়ান হাফেজিয়া মাদ্রাসার সভাপতি আনোয়ার হোসেন খান, ছোট হামিদপুর মাদ্রাসা-এতিমখানার প্রধান শিক্ষক মুফতি আমিনুল ইসলাম, ঘেঁচুয়া মধ্যপাড়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির সভাপতি আবদুল হক ও কচুয়া হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি মোতালেব হোসেন।

সিরিরচালা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আবদুল কাদের বলেন, ‘জাহিদ নামে আমার এক ভাতিজা সখীপুর থাকে। তার কথায় পিআইও অফিসে গিয়ে স্বাক্ষর দিয়ে এলে জাহিদ বাড়ি এসে আমাকে ২০ হাজার টাকা দিয়ে গেছে। সেটি কোনো বরাদ্দের কিনা, তা জানি না।’ উপজেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি আবদুল বাছেদ বরাদ্দের ২০ হাজার টাকা পাওয়ার সত্যতা স্বীকার করলেও বাড়তি কোনো মন্তব্য করতে রাজি হননি।

‘অস্তিত্বহীন’ ও ‘বিলুপ্ত’ প্রতিষ্ঠানের তালিকা কীভাবে হলো? এমন প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকৌশলী ফারজানা আলম বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদক যে তালিকা দিয়েছেন সে অনুযায়ী বরাদ্দ হয়েছে।’ তালিকা যাচাই-বাছাই করেন কে? এর জবাবে তিনি বলেন, ‘পিআইও বরাদ্দের তালিকা যাচাই-বাছাই করে থাকেন। এ বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।’

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাহমিনা পারভীন আক্তার চৌধুরীর ভাষ্য, জিআর বরাদ্দ পাওয়া কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে কোনো অনিয়ম পাননি তিনি। তবে অভিযোগের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রকল্প কমিটিতে অনিয়ম হয়ে থাকলে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি অবশ্যই খোঁজ নেওয়া হবে। তদন্তে যারা অপরাধী বা দায়ী হবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের জিআর বরাদ্দের চাল তালিকাভুক্তদের অবশ্যই নিশ্চিত করতে হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়